পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান - গুরুত্বপূর্ণ তথ্য
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনি কি পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন এবং প্রশ্নের উত্তর খুঁজছেন? আপনি যদি পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। নিম্নলিখিত তথ্য গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কোন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ অথবা আপনার পরীক্ষায় খাতা ও এই প্রশ্নগুলি আসতে পারে। তাই আপনি যদি পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর জানতে চান তাহলে নিচের নিবন্ধনটি সম্পন্ন পড়ুন।
সূচিপত্রঃ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
ইভিভিটিভি
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু
নিম্নলিখিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত প্রশ্নগুলি আপনার যে কোন পরীক্ষায় আসতে পারে। আপনি যদি পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান খুঁজে থাকেন তাহলে নিম্নের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান তুলে ধরা হলো।
আর পড়ুনঃ পদ্মা সেতু রচনা
পদ্মা সেতুর উদ্বোধন-২৫ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধন করেন - বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলাচলের জন্য উন্মুক্ত করা হয় - ২৬ জুন ২০২২
অবস্থান - মাওয়া (মুন্সিগঞ্জ)-জাজিরা(শরীয়তপুর)
সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কি:মি।
সেতুর প্রস্থ -১৮.১০ মিটার
মূল সেতুর স্প্যানঃ -৪১ টি।
পদ্মা সেতুর ধরন-দ্বিতল বিশিষ্ট (উপরে অংশ সড়ক এবং নিচে রেলপথ)
পদ্মা সেতু সংযোজন করে - ২১ টি জেলাকে।
পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট - ৪১৫ ।
পাইল - ২৯৮ টি ( ২৬২ টি স্টিল, ৩২ টি কংক্রিট)
প্রতিটি পাইলের পরিধি - ৩ মিটার।
প্রতিটি পাইল মাটির নিচে -১০১-১২৫ মিটার।
সেতুর উচ্চতা ১৩.৬ মিটার।
পানির স্তর থেকে উচ্চতা - ৬০ ফুট।
পাইলং গভীরতা - ৩৮০ ফুট।
সেতুতে লেনের সংখ্যা- ৪টি।
সেতুর আয়ুষ্কাল - ১০০ বছর
রিক্টাল স্কেল সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা - ৯ মাত্র।
ভিত্তি প্রস্তর স্থাপন - ৪ জুলাই ২০০১।
সম্ভাব্যতা যাচাই -২০০৩-২০০৫।
পূর্ণাঙ্গ নকশা প্রণয়ন - ২০০৯-২০১১।
বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষর -২৮ এপ্রিল ২০১১।
দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক ঋণ চুক্তি বাতিল করে - ২৯ এপ্রিল ২০১২।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা- ৫ জুলাই ২০১২।
মূল সেতুর কার্যাদেশ প্রদান -২৬ নভেম্বর ২০১৪।
নির্মাণ কাজ শুরু -৭ ডিসেম্বর ২০১৪।
পরীক্ষামূলক পাইলিং শুরু - মার্চ ২০১৫।
পদ্মা সেতুর প্রথম স্পেন সংযোজিত হয় - ৩০ সেপ্টেম্বর ২০১৭ ( ৩৭ ও ৩৮ নং পিলার ওপর)।
পদ্মা সেতুর সর্বশেষ স্পেন (৪১ তম) সংযোজিত হয়- ১০ ডিসেম্বর ২০২১। (১২ ও ১৩ নং পিলারের ওপর)।
পদ্মা সেতু দৃশ্যমান হয় - ১০ ডিসেম্বর ২০২০।
নির্মাণ কাজ শেষ হয় -২০২২ সালে।
মন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজ ও নদী শাসন কাজের উদ্বোধন করেন - ১২ ডিসেম্বর ২০১৫।
নির্মাণকারী প্রতিষ্ঠান - চীনা কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয় - ১৭ জুন,২০১৪।
নির্মাণ পরামর্শ প্রতিষ্ঠানের নাম -কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া)।
নদী শাসন প্রতিষ্ঠানের নাম - সেনোহাইড্রোকার্পোরেশন (চীন)।
সেতুর ডিজাইনার [ নকশা] - Maunsell AECOM ট্রাস প্লিজ।
নদী শাসন - পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসনের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনা সেনোহাইড্রো কর্পোরেশনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় নভেম্বর ২০১৪। ৮,৭০৭ কোটি ৮১ লাখ টাকা পেয়ে পদ্মা সেতুতে প্রকল্পে নদী শাসনের কাজ করবে চীনের এ কোম্পানিটি।
পরামর্শ - পদ্মা সেতুর মূল অবকাঠামো অন্যদিকে শাসনের পরামর্শ হিসাবে কাজ করবে কোরিয়ান এক্সপ্রেস ওয়ে এন্ড অ্যাসোসিয়েটস। ৩ নভেম্বর ২০১৪ এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
রেললাইন - নিচ তলায় (লোয়ার ডেকে) ডাবল গেজ।
সেতুতে যা থাকছে - গ্যাস, বিদ্যুৎ আফ্রিকাল ফাইবার লাইন, পরিবহন সুবিধা।
জনবল - প্রায় ৮ হাজার।
ভায়াডাক্ট - প্রান্তের সর্বমোট ৩.১৮ কি:মি।
ভায়াডাক্ট পিলার - ৮১ টি।
প্রতি পিলালের জন্য পাইলিং - ৬ টি (স্থলভাগের ২ টি পিলারের ১২ টি)।
সংযোগ সড়ক - দুই প্রান্তে ১২ কি:মি।
নদী শাসন - দুই পাড়ে ১৪ কি:মি।
ব্যয় - মূল সেত ১২,১১৩ কোটি ৩৯ লাখ: নদী শাস ৯,৪০০ কোটি টাকা, অ্যাপোচ সড়ক ১,৯০৭,৬৮ কোটি টাকা, পূর্ণবাসন ব্যয় ১,৫১৫,০০ কোটি টাকা, ভূমি অধিগ্রহণ ২, ৬৯৮.৭৩ কোটি টাকা।
মোট ব্যয় - ৩০,১৯৩.৩৯ কোটি টাকা
সমীক্ষা কাজ চালান - জাইকা ( জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি)।
পদ্মা সেতুর অর্থায়নকারী - বাংলাদেশ সরকার।
রেল সংযোগ: ৮ আগস্ট ২০১৬ পদ্মা সেতুতে রেল সংযোগের জন্য বাংলাদেশ এবং চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
নির্মাণ কাজের উদ্বোধন করা হয় - ১৪ অক্টোবর ২০১৮।
মূল পদ্মা সেতুতে রেললাইন বসানো হবে - ডুয়েল গেজ (মিটার গেজ ব্রেড গেজ)।
পদ্মা সেতুতে রেলওয়ে স্পেন বসানো হয়: ১৭ মে ২০১৯ সালে।
রেল সেতুর কাজ শেষ হবে: ২০২৪ সালে।
লেখক এর মন্তব্য
আমরা এতক্ষণ জানলাম পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান এ বিষয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনি যদি এই বিষয়ে আরো কোন তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। এই নিবন্ধনটি পরে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবদের কাছে এই নিবন্ধনটি শেয়ার করবেন যাতে করে তারা উপকৃত হতে পারে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রতিদিন আপডেট করে থাকি আপনি যদি এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবেন ধন্যবাদ।

সুন্দর তথ্য