বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর, প্রশ্নোত্তর

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর এ বিষয়ে অনেক শিক্ষার্থীদের প্রশ্ন আসতে পারে পরীক্ষার খাতায়। কিন্তু এই বিষয়ে আপনারা যদি সঠিক উত্তর জানতে চান। পরীক্ষার খাতায় যদি আমরা সর্বোচ্চ নাম্বার পেতে চান তাহলে আপনার জন্যই আমি লিখেছি।
বাংলাদেশের-অর্থনীতিতে-কৃষির-গুরুত্ব-আলোচনা-কর-প্রশ্নোরত্তর
পরীক্ষার খাতায় আরো ভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যেমন বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা কর অথবা বাংলাদেশের অর্থনীতিতে কৃষির তাৎপর্য বর্ণনা কর। এই ধরনের প্রশ্নের জন্য শুধুমাত্র নিচের উত্তরটি লিখলেই হবে।
TOC

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর

বাংলাদেশের-অর্থনীতিতে-কৃষির-গুরুত্ব-আলোচনা-কর
অনেকেই চান এই প্রশ্নটির সঠিক উত্তর দিয়ে পরীক্ষার খাতায় সর্বোচ্চ নাম্বার পেতে। এই কারণে আমি আপনার জন্য সুন্দর ভাবে প্রস্তুত করেছি। যাতে আপনি খুব সহজেই এই নিচের প্রশ্নের উত্তরটি লিখে সর্বোচ্চ নাম্বার পেতে পারেন। এছাড়াও আপনাকে বাংলাদেশের অর্থনীতি কৃষির গুরুত্ব জানতে আগ্রহী হন তাহলে এ আর্টিকেলটি আপনার জন্যই।

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর এই বিষয়ে পরীক্ষার খাতায় প্রশ্ন অন্যভাবেও আসতে পারে তবে আপনি যদি নিজের উত্তরটি দিয়ে দেন তাহলেই আপনি সর্বোচ্চ নাম্বার পেতে পারেন। নিচের প্রশ্নের উত্তরটি আরো বেশি কাজে লাগবে যে সকল শিক্ষার্থীর ডিগ্রী পাস কোর্সে ভর্তি করেছেন। তবে আপনি যদি ছোট করে লিখতে চান তাহলে এখান থেকে কিছু পয়েন্ট বাদ দিয়ে ছোট করে দেখতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি।

উত্তর|| ভূমিকাঃ সাধারণ অর্থে কিছুই বলতে ভূমিকর্ষণ করে ফসল ফলানো বোঝায়। কিন্তু অর্থনীতিতে কৃষি কথাটি আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতির আলোচনায় ভূমিতে শ্রম প্রয়োগের মাধ্যমে প্রয়োজনীয় উদ্ভিদ ও প্রাণী উৎপাদন করাকে কি কি বলা হয়। অর্থাৎ জমি চাষ করে শস্য, ফলমূল, ইত্যাদি, উৎপাদন, পশু পালন এবং তৎসম্পর্কিত সকল প্রকার কার্যকলাপকে কৃষি বলা যেতে পারে।

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো।

১. জাতীয় আয়ের প্রধান উৎস: বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস হলো কৃষি। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের এক-তৃতীয়াংশ আসে কৃষি থেকে।

খাতসমূহ অবদান (২০০৯ - ২০১০)
কৃষ ২১.১৬
শিল্প ২৭.৭৫%
সেবা ৪৯.৯০%
উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০১০
সারণী থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য খাতের সাথে তুলনামূলক বিচারের কৃষির অবদান কোন অংশে কম নয়। সুতরাং, কৃষি হইল বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি এবং জাতীয় আয়ের প্রধান উৎস।

২. খাদ্যশস্যের যোগানদাতাঃ মানুষের বেঁচে থাকার প্রধানতম উপকরণ হলো খাদ্য। বাংলাদেশের জনগণের খাদ্যের যোগানদাতা হিসেবে কৃষির অবদান ব্যাপক। বাংলাদেশের জনগণের প্রধান খাদ্য হলো চাল, গম, ডাল, শাকসবজি, তৈল বীজ, ফলমূল প্রভৃতি। কৃষি থেকেই এসব খাদ্যশস্য পাওয়া যায়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রচুর খাদ্যশস্যের প্রয়োজন।

বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ থেকে ২৫ লাখ টন খাদ্য ঘাটতি বিরাজ করে। আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার এক বিরাট অংশ এ খাদ্য ঘাটতি পূরণের জন্য ব্যয় করা হয়েছে। বাংলাদেশের কৃষির আধুনিকরণ এবং কৃষির উন্নয়ন করতে পারলে অধিক খাদ্যশস্য উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা সম্ভব। সুতরাং, দেখা যায়, খাদ্য সরবরাহের ক্ষেত্রে কৃষির গুরুত্ব অপরিসীম।

৩. প্রধান পেশাঃ কৃষি বাংলাদেশের জনগণের প্রধান পেশা। আমাদের মোট জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। উন্নত দেশ সমূহে কৃষির উপর নির্ভসারী তাহার ১০ শতাংশ থেকে ২০ শতাংশের মধ্যে। আমাদের জনসংখ্যার বৃহত্তর অংশ কৃষির উপর নির্ভরশীল বলে জনগণের জীবনযাত্রার মনোন্নয়নে অবশ্যই কৃষির উন্নয়নের ব্যবস্থা করতে হবে।

৪. কর্মসংস্থানঃ বাংলাদেশের অর্থনীতিতে কৃষি কর্মসংস্থানের এক উল্লেখযোগ্য ক্ষেত্র। বাংলাদেশের শ্রমশক্তির সিংহভাগ কৃষিতে নিয়োজিত রয়েছে। বি. এস. এস লেভেল এর কোর্স (L.F.S) সার্ভে, ১৯৯৬ অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির ৬৩% কৃষিতে নিয়োজিত ছিল। অর্থাৎ, দেশের মোট কর্মসংস্থানের প্রায় দুই-তৃতীয়াংশ কৃষিখাত সৃষ্টি করেছে। উল্লেখ্য যে, ১৯৭২-৭৩ সালের শ্রমস্তকদের আশি পার্সেন্ট কৃষিতে নিয়োজিত ছিল। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বর্তমানে প্রায় ৬০ ভাগ লোক কৃষির উপর নির্ভর করে।

৫. সরকারি রাজস্বের উৎসঃ কৃষি সরকারি রাজস্বের একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশ। জমির খাজনা, কৃষি পণ্য পরিবহনে রেলভাড়া, কৃষি পণ্যের রপ্তানি শুল্ক বাবদ সরকারের প্রচুর রাজস্ব পেয়ে থাকেন। কৃষির উন্নতি হলে সরকার কৃষি থেকে আরও রাজস্ব লাভ করতে পারবে। ভূমি রাজস্ব থেকে সরকার প্রতিবছর প্রায় ৬০ কোটি টাকা আয় করে থাকে।

৬. শিল্পের কাঁচামাল সরবরাহঃ বাংলাদেশের অধিকাংশ শিল্পই কাঁচামালের জন্য কৃষির উপর নির্ভরশীল। আমাদের অধিকাংশ শিল্পই কৃষি থেকে সরবরাহকৃত কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলাদেশে পা, চা, চিনি, সিগারেট, দিয়াশালাই, কাগজ প্রভৃতি শিল্পের কাঁচামাল প্রধানত কৃষি থেকেই পাওয়া যায়। শিল্পের কাঁচামাল সরবরাহ করে কৃষি বাংলাদেশের শিল্পোন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে।

৭. বৈদেশিক মুদ্রা অর্জনঃ আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কৃষির অবদান অপরিসীম। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বেশিরভাগ পণ্যই হলো কৃষিজাত। পাট, চা, চিনি, তামাক, প্রভৃতি কৃষিজাত দ্রব্যই আমাদের প্রধান রপ্তানি দ্রব্য। সুতরাং, কৃষি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনৈতিক উন্নয়নের সহায়তা করছে।

কৃষির গুরুত্বঃ

নিম্নের সারণিতিক কৃষি হতে অর্জিত বৈদেশিক মুদ্রার হিসাব দেখানো হলো:
>
বছর পাটজাত দ্রব্য কাঁচা পাট চা চামড়া কৃষিজাত দ্রব
২০০৭-০৮ ৩১৮.৩৪ ১৬৫.০৬ ১৪.৮৯ ২৮৪.৪১ ১২০.১৩
২০০৯-০৯ ২৬৯.২৫ ১৮৪.১৭ ১২.২৯ ১৭৭.৩২ ১২২.২৯
২০০৯-১০ (জুলািই-মার্চ) ৩২০.৩৪ ১৫৫.৫৩ ৫.১৬ ১৫৩.১৩ ৯৪.২৫
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো

৮. কৃষি সহায়ক শিল্পের প্রসারঃ কৃষির উন্নয়ন কৃষি সহায়ক শিল্পের প্রসার ঘটাতে সহায়তা করে থাকে। কৃষির উন্নয়নের জন্য ট্রাক্টর, গভীর ও অগভীর নলকূপ, রাসায়নিক সার, কীটনাশক ঔষধ, হারভেস্টিং মেশিন এবং অন্যান্য আধুনিক কৃষি উপকরণের প্রয়োজন হয়। বাংলাদেশের কৃষি উন্নয়ন কৃষি সহায়ক শিল্প গড়ে তুলতে ও তার সম্প্রসারণ এর সহায়তা করছে।


৯. শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি ও শিল্পায়নের সহায়তাঃ কৃষি শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি এবং শিল্পায়নের সহায়তা করে থাকে। কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমেই কৃষকদের আয় বৃদ্ধি পায় এবং তারা শিল্প জাত দ্রব্য ক্রয় করে। এতে নতুন শিল্প গড়ে ওঠে এবং শিল্পোন্নয়নের গতি বৃদ্ধি পায়। বাংলাদেশের শিল্পোন্নয়নের জন্য কৃষি উন্নয়ন একান্ত আবশ্যক।

১০. ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণঃ কৃষি উৎপাদনের কারণে দেশের ব্যবসায়ী বাণিজ্যের সম্প্রসারণ ও ঘটে থাকে। কৃষিজাত দ্রব্য অধিক পরিমাণের উৎপাদিত হলে অভ্যন্তরীনই ব্যবসায়ী বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও উন্নয়ন সাধিত হয়। কারণ, বিভিন্ন স্থানে স্থানান্তরের প্রয়োজন, হয়। সুতরাং, অভ্যান্তরণী ব্যবসায়ী বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

১১. বাসস্থান ও জ্বালানির উপকরণ সরবরাহঃ কৃষি বাসস্থান নির্মাণ ও জ্বালানের উপকরণের যোগান দিয়ে থাকে। বাশ, বেত, খড় ইত্যাদি সাহায্যে গ্রামের মানুষরা বাড়িঘর তৈরি করে। এগুলো জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। পাটকড়ি বাংলাদেশে উৎকৃষ্ট জ্বালানি হিসেবে প্রসিদ্ধ। অতএব, কৃষি বাংলাদেশের বাসস্থান নির্মাণ এবং জ্বালানির উপকরণ সরবরাহ করে বিশেষ উপকার সাধন করে যাচ্ছে।

১২. কৃষি বস্ত্রের যোগান দেয়ঃ বস্ত্রের যোগানের ক্ষেত্রেও কৃষির ভূমিকা ব্যাপক। পাঠ, তুলা, রেশম ও অন্যান্য আশ জাতীয় কৃষি দ্রব্য থেকে পরিধানের সকল রকম কাপড় উৎপন্ন হয়। কৃষি আমাদের দেশে বস্ত্র উৎপাদনের উপকরণ সরবরাহ করে রাষ্ট্রের উৎপাদন বৃদ্ধি করছে। বর্তমানে আমাদের দেশের উৎপাদিত বস্ত্র, বস্ত্র চাহিদার শতকরা প্রায় ৮০ ভাগ মেটাতে সক্ষম হচ্ছে। কৃষি যথাযথভাবে উন্নত হলে আমাদের বস্ত্র চাহিদার সবটাই অভ্যন্তরীনিভাবে মিটানো সম্ভব হবে।

১৩. অর্থনৈতিক উন্নয়নঃ বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ পাওয়া যায় কৃষি থেকে। কৃষির উন্নয়নের ফলে দেশে মূলধন গঠনের হার বাড়বে। ফলে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়বে। এতে অর্থনৈতিক উন্নয়নের গতির ত্বরান্বিত হবে।

উপসংহারঃ উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, বাংলাদেশের কৃষি খাতে নানা বিধি অসুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। কৃষি একদিকে যেমন দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য যোগান দেয়, তেমনি অন্যদিকে দেশের শিল্পায়ন ও ব্যবসায়ী বাণিজ্যে সহায়তা করে। অর্থনীতিবিদ রস্টো (Rostow) যথার্থই বলেছেন, " কৃষি হতে উপার্জিত অর্থ অন্যান্য খাতের উন্নয়নের প্রত্যক্ষ শক্তি জোগাতে পারে।”

লেখকের মন্তব্য

আপনি যদি বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর উপরোক্ত এই প্রশ্নের উত্তরটি লিখেন তাহলে আপনারা খুব সহজেই পরীক্ষার খাতায় সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারেন। আমরা উপরোক্ত প্রশ্নের উত্তরটি আপনাদের সুবিধার্থে এখানে আমরা তুলে ধরেছি। আপনারা উপরোক্ত উত্তরটি সুন্দর করে ভালোভাবে বুঝে যদি আপনার পরীক্ষার খাতায় লিখতে পারেন তাহলে আরও সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবেন। আর্টিকেলের বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে অথবা আপনি যদি এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনার মন্তব্য জানানোর জন্য নিচে মন্তব্য করুন, অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url