চাকরির আবেদন পত্র লেখার নিয়ম জেনে নিন এখনি

আপনি কি চাকরির আবেদনের পত্র লেখার নিয়ম খুঁজছেন? আপনি যদি চাকরির আবেদন পত্র লেখার নিয়ম খুজে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। আমি এই নিবন্ধনটির মাধ্যমে জানাবো চাকরির আবেদন পত্র লেখার নিয়ম। অনেকেই জানেন না চাকরির আবেদন পত্র লেখার নিয়ম তাই তাদের উপকারার্থে তাদের কথা চিন্তা করে আমি এই নিবন্ধনটি প্রকাশ করছি।
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম না জানলে আপনি কখনো সঠিক নিয়মে বা পরিপূর্ণভাবে প্রফেশনাল চাকরির আবেদন পত্র লিখতে পারবেন না। প্রফেশনাল ভাবে বা ভালোভাবে চাকরির আবেদন পত্র লেখার জন্য জেনে নিন চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে।

সূচিপত্রঃ চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

ইভিভিটিভি

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম যেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি সঠিক নিয়মে চাকরি আবেদন পত্র না লিখতে পারি তাহলে আমাদের চাকরির আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে। চাকরির আবেদন পত্র লেখার জন্য প্রথমেই আপনাকে তারিখ দিতে হবে।

এরপরে বরাবর লিখতে হবে এরপরে আপনি কোন প্রতিষ্ঠানে লিখছেন আপনি সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন। এরপর নিচে কোন জেলা এবং কোন বিভাগে থাকেন সেই নামটি লিখবেন। অবশ্যই এই প্রতিষ্ঠানের কাছে আপনি চাকরির আবেদন পত্র লিখছেন সেই এলাকার নাম এক কথায় জেলার নাম এবং বিভাগের নাম দিতে হবে।

আপনি চাইলে এর সঙ্গে আপনি যে প্রতিষ্ঠানের জন্য চাকরি আবেদন পত্র লিখছেন সেই শহরের নাম দিবেন। এরপর লিখতে হবে বিষয়। চাকরির আবেদন পত্র লেখার সময় অবশ্যই আপনাকে প্রত্যেকটি কথা ভালোভাবে সাজিয়ে লিখতে হবে। এরপরে আপনি যার কাছে লিখছেন তাকে সম্মান দেওয়ার জন্য আপনি জনাব অথবা মহোদয়ের ব্যবহার করতে পারেন। এরপর আপনি মূল পত্রাংশ মধ্যে যেগুলো থাকবে আপনি সেই দিবেন।


এক কথায় আপনার মূল বক্তব্যটি এখানে উপস্থাপন করতে হবে আপনার সমস্ত কথা উপস্থাপন করার পর আপনার একটি সিপি সেটির সঙ্গে যুক্ত হতে হবে। যেখানে আপনার কাজের অভিজ্ঞতা শিক্ষা যোগ্যতা আপনার ঠিকানা এবং আপনার বাবা মায়ের নাম জন্ম তারিখ আলোচনা করতে হবে। আপনি কিভাবে একটি সঠিক আবেদন পত্র লিখতে।

চাকরির আবেদন পত্রের কাঠামো

আপনি নিম্নলিখিত চাকরির আবেদন পত্রের কাঠামো দেখে কিছুটা ধারণা নিতে পারেন চাকরি আবেদন পত্র লেখার নিয়ম ঠিক এটুকুই।

তারিখ
বরাবর
প্রতিষ্ঠানের নাম
থানা, জেলা, বিভাগ
বিষয়ঃ
সম্মোধন
মূলপত্রের অংশ (মূল বক্তব্য)
সিভি/জীবন বৃত্তান্ত
আপনি চাইলে জীবন বৃত্তান্তটি পরের পাতায় লিখে সংযুক্ত করতে পারেন তবে এক পাতার মধ্যে লিখলে ভাল হয়।
বিনীত, নিবেদক
আবেদনকারীর নাম

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম নমুনা

নিম্নলিখিত চাকরির আবেদন পত্র লেখার নিয়ম নমুনা একটি। আপনি এই নমুনাটা দেখে যে কোন চাকরির আবেদনপত্র তৈরি করতে পারেন।

তারিথঃ ০৫.০৬.২০২৫
বরাবর
থানা নির্বাহী অফিসার
নওগাঁ, রাজশাহী
বিষয়ঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাশের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দেশের বহুল প্রচলিত দৈনিক যুগান্তর পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে নওগাঁ থানা প্রথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে আবেদন কারছি। নিচে আমার প্রয়োজনীয় তথ্যাদি আপনাপর সদয় বিবেচনার জন্য উপস্থাপন করা হলো।

নাম                      : মো হাবিবুর বহমান
পিতার নাম             : মো, কিতাব আলি
মাতার নাম            : রহিমা বেগম
বর্তমান ঠিকানা      : প্রযত্নে, আলি হোসেন ছাত্রাবাস
                                গ্রমা: বেগুন বাড়ি , পো: শুভাঢ্যা, থানা: কেরানিগঞ্জ, জেলা : ঢাকা - ১৩১০
স্থায়ী ঠিকানা :             প্রযত্নে, আমিন ট্রেডাস
                                    গ্রাম : সলিমাবাদ, পোস্ট: সলিমাবাদ, থানা: নাগপুর, জেলা : টাঙ্গাইল।
জন্ম তারিখ                 ; ২৬. ০৯. ১৯৯৯
জাতীয়তা                 : বাংলাদেশে
ধর্ম                         : ইসলাম
মোবাইল                 : ০১৭১............
শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
পরীক্ষার নাম পাশের বছর গ্রুপ জিপিএ/বিভাগ বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি ২০১৫ বিজ্ঞান জিপিএ-৫ ঢাকা বোর্ড
এইচএসসি ২০১৭ বিজ্ঞান জিপিএ-৫ ঢাকা বোর্ড
বিএ (সম্মান) ২০২১ বাংলা দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়
অতএব, জনাবের নিকট অভিনীত নিবেদন, উল্লেখিত তথ্যাবলী র প্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আপনার বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষক পদে আমাকে নিয়োগ করে বাধিত রাখবেন।
বিনীত নিবেদক
মো. হাবিবুর রহমান
সংযুক্তি :
  • এসএসসি পরীক্ষার সনদের সত্যায়িত অনুলিপি
  • এইচএসসি পরীক্ষার সনদের সত্যায়িত অনলিপি
  • বিএ (সম্মান) পরীক্ষার সনদের সত্যায়িত অনলিপি
  • সদ্য তলা সত্যায়িত ২ কপি ছবি
  • চারিত্রিক সনদের সাপ্তাহিক কপি
  • অভিজ্ঞতা সনদের সত্যায়িত কবি

          চাকরির আবেদন পত্র লেখার নিয়ম নমুনা ২

          তারিখ: ২৬.১২.২০২৪
          বরাবর
          মহাপরিচালক
          নেহার শিল্পপ্রতিষ্ঠান
          ঢাকা
          বিসয়ঃ হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদন।
          জনাব,
          বিনীত নিবেদন েএই যে, গত ১৩ জুন, ২০২৩ ইং তারিখে “ দৈনিক প্রথম আলো’ প্রত্রিকায় প্রাকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানতে পারলাম যে, আপনার কার্যালয়ের কয়েকজন হিসাবরক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিচে আমার শিক্ষা যোগ্যতা ও অন্যান্য তথ্য উপস্থাপন করলাম।

          নাম                     : মো. রাশিদুল ইসলাম
          পিতা                     : মো. জমির উদ্দীপনা
          মাতা                     : কহিনুর বেগম
          বর্তমান ঠিকানা     : গ্রাম : নিউ সেনপাড়া, পোস্ট : আলমনগর, থানা : সদর, জেলা : রংপুর।
          স্থানীয় ঠিকানা     ;ঐ
          ধর্ম : ইসলাম
          জাতীয়তা          : বাংলাদেশ
          জন্ম তারিখ     : ২০.০৯.১৯৯৮
          মোবাইল             : ০১৭৮৪৭৫৭৫৭৮৪৫৮৭
          শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
          পরীক্ষার নাম পাশের বছর গ্রুপ জিপিএ/বিভাগ বোর্ড/বিশ্ববিদ্যালয়
          এসএসসি ২০১৪ বিজ্ঞান জিপিএ-৫ ঢাকা বোর্ড
          এইচএসসি ২০১৬ বিজ্ঞান জিপিএ-৫ ঢাকা বোর্ড
          বিএ (সম্মান) ২০২০ ইংরেজি দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়
          অভিজ্ঞতা; আজিজ গ্রুপ এন্ড কোম্পানিতে হিসাবরক্ষক পদে কর্মরত আছি।
          অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন, উল্লেখিত তথ্য গুলির প্রেক্ষিতে আমাকে উক্ত পথে নিয়োগ করলে স্বীয় দায়িত্ব পালনে সচেষ্টা থাকবো।
          বিনীত
          আপনার বিশ্বস্ত
          মো. রাশিদুল ইসলাম
          সংযুক্তি :
          • পরীক্ষার মূল সনদের সত্যায়িত অনলিপি-তিন কপি।
          • নাগরিকত্ব ও চারিত্রিক সনদের ফটোকপি-৩ কপি।
          • অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি - ১ কপি।
          • সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি - ৩ কপি।

            লেখকের মন্তব্য

            আমরা এতক্ষন আলোচনা করলাম চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে। এই বিষয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা প্রত্যেকের কমেন্টের রিভিউ করি। এরকম নিত্য নতুন তথ্য আমরা প্রতিদিন আপডেট করে থাকি এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

            এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

            পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
            এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
            মন্তব্য করতে এখানে ক্লিক করুন

            ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

            comment url