বাড়ির আশেপাশে থাকা wifi password -ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড
বাড়ির আশেপাশে থাকা wifi password বের করা যাবে কি না। বা যেকোন ওয়াইফাই এর ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়া যাবে কি না? আজকে এই বিষয়টা নিয়ে আমাদের এই আর্টিকেলটি। আপনি যদি বাড়ির আশেপাশে থাকা wifi password সম্পর্কে বিস্তরিত জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
অথবা আপনি যদি একজন ওয়াইফাই এর মালিক হয়ে থাকেন তাহলে ও এই আর্টিকেল থেকে আপনি সতর্ক হতে পারবেন এবং আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আরো নিরাপদ রাখতে পারবেন। এখানে বাস্তবিক উধাহারণ দেওয়া হয়েছে।
evvtv
আশেপাশের wifi স্কেন করলে কী কী দেখা যায়?
যখন কেউ তার আশেপাশে থাকা ওয়াইফাই গুলো স্ক্যান করে তাহলে বেশ কিছু জিনিস দেখা যায়। আবার অনেকেই আছেন যারা পাসওয়ার্ড বের করার জন্য বিভিন্ন গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করেন। এর পরে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার চেষ্টা করেন কিন্তু আশেপাশের wifi স্ক্যান করলে কি কি দেখা যায় এগুলো না বুঝেই অনেকেই স্কিন করেন। আশেপাশে থাকা ওয়াইফাই স্ক্যান করলে যেগুলো দেখা যায় তাহলো:
- ওয়াইফাই রাউটার এসএসআইডি (SSID)
- সিগন্যাল স্ট্রেংথ (RSSI)
- সিকিউরিটি প্রোটকল (WPA2/WPA3)
আরো পড়ুন: ওয়াইফাই দিয়ে ইউটিউব চলে না কেন সমাধান
উপরক্ত এই তথ্যগুলো স্কিন করে দেখা গেলেও কোন সমস্যা হয় না কারণ এগুলোর মাধ্যমে আপনার পাসওয়ার্ড ইউজারনেম এবং অন্যান্য গোপনীয় তথ্য দেখা যায় না। এই তথ্যগুলো যেকোনো ডিভাইস থেকে সহজে দেখা গেলেও এগুলোতে কোন সংবিধানশীল তথ্য থাকে না। তাই আপনি যদি একজন ওয়াইফাই মালিক হয়ে থাকেন তাহলে ভয়ের কিছু নেই। আশেপাশের wifi স্কেন করলে কী কী দেখা যায় আশাকরি বুঝতে পারছেন।
বাড়ির আশেপাশে থাকা wifi password
বাড়ির আশাপাশে থাকা wifi password মূলত বেশ কয়েক ভাবে দেখা। প্রথমতো যার ফোনে ওয়াইফাই কানেক্ট আছে তার থেকে বা সেই যদি পাসওয়ার্ড নাও জানে তাহলে সেই ফোন থেকে পাসওয়ার্ড বের করা সম্ভব। কিউআর কোড স্ক্যান করে এবং ওয়াফাই এর মালিকের থেকে সহজে ওয়াফাই কানেক্ট করে নেওয়া যায়। আমি নিচে এই বিষয়ে বিস্তরিত তথ্য যোগ করেছি।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
আপনার যদি যদি wifi থাকে আর আপনি যদি সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড ভুলেগিয়ে থাকেন তাহলে আপনি সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বেশ কয়েক ভাবে বরে করতে পারবেন। আপনার ফোনে বা আপনার আশেপাশে কারো ফোনে ওয়াইফাই কনেক্ট থাকলে ও আপনি সেই ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন। ওয়াইফাই পাসওয়ার্ড পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
আরো পড়ুন: নাম দিয়ে জমির মালিকানা যাচাই
রাউটার অ্যাডমিন: আপনার যদি ওয়াইফাই থাকে এবং আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে প্রথমত আপনি রাউটার অ্যাডমিন থেকে সেই পাসওয়ার্ডটি দেখতে পারেন। পাসওয়ার্ড দেখার জন্য আপনি নিজেই যেই কম্পানির ওয়াইফাই ব্যবহার করছেন সেই কম্পানির নাম এবং পাশে লগইন লিখে গুগলে সার্চ করুন। যেমন আপনি যদি Tanda রাইটার ব্যবাহার করেন তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন Tanda login, সার্চ করলে অনেক রেজাল্ট আসবে।
আপনি সেখান থেকে শুধু Tanda Login যেখানে লিখা আছে সেখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আপনি এবং পাসওয়ার্ডটি যিনি আপনাকে ওয়াইফাই এর লাইক দিয়েছিলেন আপনি সেই ওয়াইফাই লাইনমেন কাছ থেকে নিতে পারবেন।
এরপর আপনি যদি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন তহলে সহজে লাগইন করতে পারবেন। এরপর আপনি সেখানে থেকে সহজে পাসওয়ার্ড দেখতে এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে আপনি আপনার ওয়াইফাই এর নাম ও পরিবর্তন করতে পারবেন।এখন আপনি চাচ্ছেন এই গুলো কোন কিছু না নিতে শুধু পাসওয়ার্ডটি জানতে আপনিা চাইলে শুধু পাসওয়ার্ড দেখতে পারবেন অ্যাডমিন লগইন না করেও।
কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
বাড়ির আশেপাশে থাকা wifi password দেখার জন্য একটি কার্যকরী উপায় হতে পারে। আপনার অনেকই চান আপনা ফোনে কোন একটা ওয়াইফাই কানেক্ট আছে আপনি সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে আপনি চাইলে সহজে তা দেখতে পারেন। এর জন্য আপনি আপনার ওয়াইফাই সেটিং এ যান যেখন থেকে আপনি আপনি আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করেন পাসওয়ার্ড দিয়ে। আপনি সেখানে WIFI এর তালিকা দেখত পারবেন। কোন WIFI টি ফোনে কানেক্ট আছে! আশেপাশে কতগুলো ওয়াইফাই আছে তার বিস্তরিত ডিটেইল্স আপনি দেখতে পারবেন।
আপনার ফোনে যে ওয়াইফাইটি খানিকটা আছে সেই ওয়াইফাই পাসওয়ার্ড দেখতেই আপনি সেই কানেক্টেড ওয়াইফাই এর উপরে ক্লিক করুন। আবার একটু যাদের ফোন একটু উন্নত মানেন তাদের সাইডেই কিউআর কোড নামে একটি অপশন থেকে সেখানে ক্লিক করবেন। এছাড়া ওয়েবসাইটে আর একটি তীর চিহ্নের মত অপশন থাকে আপনারা সেখানে ই ক্লিক করবেন। অথবা এসব এর মধ্যে কোন কিছু না থাকলে আপনি কিছুক্ষণ আপনার এই ওয়াইফাইসে কানেক্ট আছে সেই ওয়াইফাই আমি উপরে কিছুক্ষণ চেপে ধরে থাকবেন।
এভাবে খুব সহজেই আপনি সেই ওয়াইফাই এর কিওয়ার কোড দেখতে পারবেন। সেখান থেকে আপনি সেই কিউ আর কোডটির একটি স্ক্রিনশট নিন। এরপর প্লে স্টোর থেকে ওয়াইফাই স্ক্যানার লিখে সার্চ করুন। সেখান থেকে যে কোন একটি স্ক্যানার ডাউনলোড করে নিবেন আপনার ডিভাইসে। ডাউনলোড হয়ে গেলে আপনি সেই অ্যাপসটি ওপেন করে একটু আগে যে QR কোড এর স্ক্রিনশট নিলেন আপনি সেটি সেই অ্যাপস এর মধ্যে আপলোড করুন। তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবেন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন।
সংক্ষিপ্তভাবে
বাড়ির আশেপাশে থাকা wifi password দেখার সংক্ষিপ্ত নিয়ম। আপনি যদি ইতিমধ্যে কোন ওয়াইফাই এর কানেক্ট থাকেন তাহলে আপনি সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবেন। পরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি নিচের সংক্ষিপ্ত আকারে দেওয়া হল।
- Setting-Network & internet - wifi
- Connected Network - Share
- Fingerprint/pin ডিভাইস পাসওয়ার্ড দিলেই কিওয়ার্ড কোড দেখা যাবে।
- কিওয়ার কোড টি স্কেন করলে সহজেই পাসওয়ার্ড দেখা যাবে।
কিভাবে password ছাড়াই wifi কানেক্ট করবেন
পাসওয়ার্ড ছাড়ায় ওয়াইফাই কানেক্ট করার জন্য বেশ কিছু উপায় আছে। আপনি যদি ওয়াইফাই এর পাসওয়ার্ড না জানেন তাহলেও আপনি আপনার ফোনে পাসওয়ার্ড কানেক্ট করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আসলে পাসওয়ার্ড ছাড়াও কি ওয়াইফাই কানেক্ট করা যাবে? তাহলে আপনি আপনাকে বলবো আপনি যদি পাসওয়ার্ড ছাড়া আপনার ওয়েবসাইটে পাসওয়ার্ড কান্টেক করতে চান তহলে পারবেন তবে একটি বৈধ উপায়ে।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বৈধভাবে আবার কিভাবে? চলুন আপনাদের মনের প্রশ্নটা আমি দূর করি! এক কথায় বলতে গেলে যার ফোনে ওয়াইফাই কানেক্ট আছে তার ফোন থেকে কিউআর কোড নিয়ে অ্যাপস ব্যবহার করে স্ক্যান করলেই সহজে ওয়াইফাই পাসওয়ার্ড দেখা যাবে যেটা দিয়ে সহজে লগইন করা যাবে।
ওয়াইফাই পাসওয়ার্ড দেখা যাবে কি?
বাড়ির আশেপাশে থাকা wifi password আপনারা অনেকই কনফিউস হন যে ওয়াইফাই পসওয়ার্ড দেখা যাবে কি? আর উত্তর যাবে। পাসওয়ার্ড দুই ভাবে দেখা যবে একটি ওয়াইফাই অ্যাডমিন প্যানেলে লগইন করে। দ্বিতীয় কিউআরকোড এর মাধ্যমে। ধরুন আপনারা আশেপাশের কারণ ফোনে ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু আপনার ফোনে কানেক্ট নেই। এখন আপনি যার কাছ থেকে পাসওয়ার্ড নিবেন তারা হয়তো পাসওয়ার্ড মনে নেই ভুলে গিয়েছে শুধুমাত্র তার ফোনে ওয়াইফাইটি কানেক্ট আছে।
এখন যেই ফোনে ওয়াইফাই কানেক্ট আছে সেই ফোনের ওয়াইফাই সেটিং এ প্রবেশ করে সেখান থেকে দেখতে পারবেন কানেক্টেড যেই ওয়াইফাই আছে। এছাড়াও যে ওয়াইফাইটি কানেক্ট নেই সেই ওয়াইফাইটিও আপনি দেখতে পারবেন সেখানে। যে ওয়াইফাইটি কানেক্ট আছে সেই wi-fi এর উপরে ক্লিক করলে একটি কিউআর কোড পাবেন।
অনেক ফোনের সাইডে একটি কিউআর কোড লোগ দেওয়া থাকে সেখানে ক্লিক করলেই খুব সহজেই কানেক্টেড ওয়াইফাই এর কিউআর কোড পাওয়া যায়। আবার এই দুইটির মাধ্যমে অনুসরণ করে যদি করতে না পারেন তাহলে আপনি যে ওয়াইফাইটি কানেক্ট আছে সে ওয়াইফাই এর পরে কিছুক্ষন চেপে ধরে থাকুন, তাহলে সেখানে কিউআর কোডের অপশন পাবেন! সেখানে থেকে খুব সহজে কিউআর কোড টি দেখতে পাবেন।
আরো পড়ুন: ঘরে বসে টাকা আয় করার উপায়
কিউআর কোড পাওয়ার পর আপনার পরবর্তী কাজ হবে। প্লে স্টোরে প্রবেশ করে ”ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার” লিখে সার্চ করা এবং সেখান থেকে যেকোনো একটি ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার অ্যাপ ডাউনলোড করে নেওয়া। এরপর আপনি সেই অ্যাস এর মাধ্যমে যেই কিউআর কোডটি পেয়েছেন সেই সেই কিউআর কোডটি স্ক্যান করলে সহজে পাসওয়ার্ড দেখতে পাবেন।
আপনি সেই পাসওয়ার্ড দিয়ে যেকোন ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করতে পারবে। আপনার যদি উপারের সব কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি নিচের দেওয়া "কিভাবে password ছাড়াই wifi কানেক্ট করবেন সংক্ষিপ্ত উপায়” দেখে সহজেই পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করতে পারেন।
কিভাবে password ছাড়াই wifi কানেক্ট করবেন সংক্ষিপ্ত উপায়
বাড়ির আশেপাশে থাকা wifi password বের করুন নিচের দেওয়া, কিভাবে password ছাড়াই wifi কানেক্ট করবেন সংক্ষিপ্ত উপায়:
- যে ফোনে ওয়াইফাই কানেক্ট আছে সেখান থেকে ওয়াইফাই কিউআর কোড সংগ্রহ করুন।
- প্লেস্টোর থেকে কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করুন।
- ওয়াইফাই স্ক্যানার ওপেন করে।
- পাসওয়ার্ড দেখুন এবং নতুন ডিভাইসে এই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন।
উপরের এই ছোট্ট ধাপ অনুসরণ করলে খুব সহজেই পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন।
ফ্রী ওয়াইফাই পাসওয়ার্ড - বাড়ির আশেপাশে থাকা wifi password
আপনি যদি ফ্রিতে আপনার বাড়ির আশেপাশে থাকা ওয়াইফাই কানেক্ট করতে চান। তাহলে আপনার আশেপাশে যাদের ফোনে ওয়াইফাইটি কানেক্ট আছে তাদের কাছ থেকে কিউআর কোড নিয়ে আপনার ফোনের ওয়াইফাই সেটিং থেকে স্ক্যান করবেন। তাহলে আপনার ফোনে খুব সহজে কোন প্রকার পাসওয়ার্ড ছাড়া ফ্রিতে কানেক্ট হবে। আপনি যখন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কারো ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন আপনি সাধারণ মানুষ হয়ে নাও পেতে পারবেন।
কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট দেখবেন যেভাবে
কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করার জন্য কিছু নিয়ম। আছে তবে এটি ল্যাপটপ এর ক্ষেত্রে ল্যাপটপে এত কিছু ঝামেলা করতে হয় না এখানে সহজে ওয়াইফাই কানেক্ট করা যায়। কম্পিউটারে আমার দুইভাবে ওয়াইফাই কানেক্ট করতে পারি।
- ওয়াইফাই অ্যাডপটর এর মাধ্যমে
- ইথারনেট অ্যডপটর এর মাধ্যমে
ওয়াইফাই অ্যাডপটর এর মাধ্যমে
কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করার জন্য প্রথমত আমি ওয়াইফাই অ্যাডাপ্টার লাগিয়ে কানেক্ট করতে পারেন। একটি ওয়াইফাই অ্যাডাপ্টের মূল্য ৫০০ - ১৫০০ টাকা হতে পারে। ওয়াইফাই এটুকুই নিয়ে আপনার পিসিতে লাগিয়ে দিলে খুব সহজেই ওয়াইফাই এর নেটওয়ার্ক অপশনটি দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে আশেপাশে যত ওয়াইফাই আছে সেসব করলে ওয়াইফাই এর লিস্ট শো করবে। যে ওয়াইফাইটি কানেক্ট করতে চান সেই ওয়াইফাইয়ের উপরে ক্লিক করলে পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার কম্পিউটারে wi-fi কানেক্ট হবে।
তবে অনেক সময় দেখা যায় কম্পিউটারে ওয়াইফাই অ্যাডপটর এর মাধ্য ওয়াইফাই কানেক্ট করার চেষ্ট করেলে ও কানেক্ট করা যায় না। কখনো দেখা যায় আপনার ইন্টারনেট ঠিকমতো কাজ করছে না। আপনি এমন অবস্থায় ইথারনেট অ্যাডপটর এর মাধ্যমে ওয়াইকানেক্ট করবেন।
ইথারনেট অ্যাডপটর এর মাধ্যমে - বাড়ির আশেপাশে থাকা wifi password
কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করার জন্য সবথেকে সহজ উপায় এবং সবচেয়ে কার্যকরী উপায় হলো ওফাইফাই অ্যাডপটর ব্যবহার করা কম্পিউটরে ওয়াইফাই কানেক্ট করা। আপনি এই ইথারনেট অ্যাডপটর টি আপনার এলাকয় যেখানে ওয়াইফাই সামগ্রী পাওয়া যায় সেখানে। আপনি চাইলে অনলাইন থেকেও অর্ডার করতে পারেন। তবে এর মূল্য অনেক কম। এই ইথারনেট অ্যাডপটর এর কাজ ভালো হয় কিন্তু দাম কম। তাই আপনি সহজে এই অ্যাডপটর কিনে আপনার কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করতে পারেন।
বাড়ির আশেপাশে থাকা wifi password - লেখকের মন্তব্য
বাস্তবের কোন সাধারণ মানুষের ওয়াইফাই হ্যাক করে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে নিজের ফোনে কানেক্ট করতে পারেনা। হ্যাঁ বর্তমানে অনলাইনে অনেকদিন ভিডিও এবং অনেক আর্টিকেল প্রকাশ হয়েছে এ বিষয়ে যারা দেখাচ্ছে কিভাবে অন্যের ওয়াইফাই কানেক্ট করবেন কোন ধরনের পাসওয়ার্ড ছাড়াই।
আরো পড়ুন: ঘরে বসে পার্ট টাইম জব করে ইনকাম
পাসওয়ার্ড হ্যাক করার কিছু টিপস আপনাদেরকে হয়তো দিচ্ছে। তবে এগুলো একটিও কার্যকরী উপায় নয়। আপনি যদি অন্যের ওয়াইফাই কানেক্ট করতে চান কোন প্রকার পাসওয়ার্ড ছাড়াই তাহলে আমাদের এই আর্টিকেলের মধ্যে থাকা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বাড়ির আশেপাশে থাকা wifi password খুব সহজে কানেক্ট করতে পারেন।



ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url