প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে কাজ পেতে হবে আমাদেরকে আমাদের আপওয়ার্ক প্রোফাইল টি ভালোভাবে সাজাতে হয়। একটি প্রফেশনাল লুক দিতে হয়। প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম না জানলে কখনোই প্রফেশনাল আপওয়ার্ক একাউন্ট খোলা সম্ভব নয়। তাই এই আর্টিকেলটি পড়লে প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন।
আপনি যদি ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম শিখুন। আপনি যদি প্রফেশনাল ভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ুন।
অফওয়ার্ক ফ্রিল্যান্সিং একাউন্ট খুলতে কি কি লাগে
আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম জানার আগে, জানতে হবে আপওয়ার্ক একাউন্ট খুলতে কি কি লাগে। একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য এটি ইমেইলই যথেষ্ট। কিন্তু অ্যাকাউন্টটি সম্পূর্ণ প্রফেশনাল এবং ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করার জন্য বেশ কিছু ডকুমেন্ট এবং বেশ কিছু তথ্যের প্রয়োজন হয়।
প্রফেশনাল আপওয়ার্ক ফ্রিল্যান্সিং আকাউন্ট খোলার প্রয়োজনীয় তথ্য:
- ভেরিফাইড email ঠিকানা। যেমন: (yourname@gmail.com)
- জন্ম নিবন্ধন / জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সম্পূর্ণ নাম।
- একটি সচল বৈধ ফোন নাম্বার।
- ব্যক্তিগত তথ্য। যেমন: নাম, ঠিকানা, দেশ (বাংলাদেশে থাকলে বাংলাদেশ দিন)
- একটি হাই কোয়ালিট প্রেফেশনাল প্রফোইল ছবি।
- ইস্কিলস অনুযায়ী শর্ট এবং প্রফেশনাল টাইটেল। যেমন: Full Stack Web Developer.
- একটি প্রেফেশনাল ড্রেসক্রিপশন।
- দক্ষতা অনুযায়ী ইস্কিলস টেস্ট যুক্ত করা।
- পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে পূর্বের কাজের অভিজ্ঞতা যোগ করা।
- শিক্ষা যোগ্যতা যোগ করা।
- সার্টিফিকেটের যুক্ত করা।
- পছন্দ অনুযায়ী ভাষাযুক্ত করা।
- ব্যাংক এবং পেমেন্ট সিস্টেম যোগ করা।
- স্কিল টেস্ট দেওয়া।
প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
একটি প্রফেশনাল আপওয়ার্ক একাউন্ট খোলার জন্য যেগুলো প্রয়োজন আমরা উপরে সেই তথ্যগুলো যোগ করেছি। প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খোলার জন্য কিছু উদাহরণ রয়েছে। নতুন এবং প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপুওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সাইন আপ বাটনে ক্লিক করে প্রয়োজনের তথ্য দিয়ে একটি প্রফেশনাল আপওয়ার্ক একাউন্ট খুলতে হবে। একটি প্রফেশনাল আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে নিচের ধাপ গুলো দেখুন।
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন: একাউন্ট তৈরি করার জন্য প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করে আপওয়ার্ক (Upwork) লিখে সার্চ করুন। সার্চ করলে আপওয়ার্ক অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন আপনি সেই অফিশিয়াল ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করুন।
- সাইন আপ বাটনে ক্লিক করুন: আপওয়ার্ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি সবার উপরে সাইন আপ বাটন দেখতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করুন।
- ফ্রিল্যান্সার অপশনটি নির্বাচন করুন: আপনি যেহেতু একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান এই কারণেই প্রফেশনাল ভাবে আবার অ্যাকাউন্ট খুলতে চান। এজন্য আপনি এখান থেকে ফ্রিল্যান্সার অপশনটি নির্বাচন করুন। এবং এপ্লাই এস এ ফ্রিল্যান্সার (Apply as a freelancer) অপশনটিতে ক্লিক করুন। আপনি যদি অন্যদেরকে হায়ার করতে চান তাহলে ক্লায়েন্টি অপশনটি নির্বাচন করুন।
- ব্যক্তিগত তথ্য দিয়ে ফরম ফিলাপআপ করুন: ফাস্ট নামের জায়গায় প্রথম ঘরে আপনার নাম দিন এবং লাস্ট নামের জায়গায় আপনার শেষের নামটি দিন। নিচে ইমেইলের ঘরে আপনার বৈধ ইমেইল ঠিকানা দিন। নিচে পাসওয়ার্ড এর ঘরে এলোমেলো ভাবে আট সংখ্যার পাসওয়ার্ড দেন।
কান্ট্রি অপশন থেকে আপনি যেই দেশে থাকেন সেই দেশটি নির্বাচন করুন। নিচে দুইটি ফাঁকা বক্সের উপরে ক্লিক করে টিক মার্কেটিং। সবার নিচে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশন এ ক্লিক করুন।
- ইমেইল ভেরিফাই করুন: ক্রিয়েট একাউন্ট অপশন এ ক্লিক করলে আপনি যে ইমেইলটি দিয়েছেন সেই ইমেইলে ভেরিফিকেশন মেইল পাঠানো হবে। সেই ইমেইলটি ওপেন করে আপনি সেখানে ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও নামে একটি বাটন পাবেন আপনি সেই বাটনের উপরে ক্লিক করুন।
গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন: ইমেইলে ভেরিফাই করার ইমেইল পাওয়ার পর সেখানে ভেরিফাই না ক্লিক করলে। নতুন একটি উইন্ডোজ ওপেন হবে সেখানে আপনি গেট স্টার্টেড অপশন দেখাবে সেখানে ক্লিক করুন।
আপনার লেবেল নির্বাচন করুন: আপনি নতুন ফ্রিল্যান্সার নাকি, পূর্বে কাজ করার দক্ষতা রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে লেভেল নির্বাচন করুন আপনি যেহেতু প্রথম কাজ শুরু করছেন একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান সে ক্ষেত্রে “আমব্রান্ড নিউ টু দিস” অপশনটি নির্বাচন করুন এবং নেক্সট অপশনে ক্লিক করুন।
আপনার লক্ষ্য নির্বাচন করুন: আপনি একজন আপোর্ট ফ্রিল্যান্সার হিসেবে এখানে আপনাকে আপনার লক্ষ্য নির্বাচন করতে বলা হবে আপনি আপনার পছন্দ মতন গোল বা লক্ষ্য নির্বাচন করুন। তবে আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে “টু আন্ড মাই মেইন ইনকাম” অপশনটি সিলেক্ট করুন। এবং নেক্সট অপশন এ ক্লিক করুন।
কিভাবে কাজ করতে পছন্দ করেন: এভাবে আপনি কিভাবে কাজ করতে চান কিভাবে কাজ নিবেন নাকি বিট করবেন কি করবেন না আপনার নির্দিষ্ট কোন সার্ভিস এখানে বিক্রয় করবেন কিনা আপনার পছন্দ অনুযায়ী এখানে যে কোন একটি সিলেক্ট করুন আপনি চাইলে সব কয়টি সিলেক্ট করতে পারেন। তাই এত কিছু না দেখে সবকিছু ঠিকমত দিয়ে নেক্সট অপশন এ ক্লিক করুন।
আরো পড়ুন : মোবাইল দিয়ে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
আপনার সম্পর্কে জানান: আপনি যেহেতু একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার সেক্ষেত্রে আপনাকে আপনার দক্ষতা আপনার স্কিলস আপনি কোন কোন ভাষা জানেন সেগুলো যোগ করতে হবে। এখন এই ধাপে আমরা সেই সমস্ত যোগ করব।
আপনি যদি ইতিমধ্যে কোন সিভি থাকে তাহলে এখান থেকে আপনি সিভি আপলোড করতে পারবেন অথবা লিংক দিন প্রোফাইল কানেক্ট করে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ করতে পারবেন। প্রফেশনাল আপওয়ার্ক ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করতে “ফিল আউটি ম্যানুয়াল” অপশনে ক্লিক করুন।
আপনি চাইলে নিচে “ব্যাক” অপশন এ ক্লিক করে এখান থেকে বের হয়ে সরাসরি প্রোফাইলে গিয়ে সেখান থেকে আপনার বিষয়ে (দক্ষতা, অভিজ্ঞতা, ভাষা ইত্যাদি) সমস্ত তথ্য যোগ করতে পারেন।
আপনার দক্ষতা যোগ করুন: আপনি কি কাজ করবেন আপনার মধ্যে কোন ধরনের সার্ভিস আপনি প্রদান করবেন সেই দক্ষতা গুলো যোগ করুন। যেমন: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এনিমেশন ইত্যাদি।
প্রোফাইল টাইটেল যোগ করুন: আপনি কি কি করবেন বা আপনি কি কি সার্ভিস দিবেন সেগুলো আপনি এই টাইটেলে সংক্ষিপ্ত আকারে লেখুন।
অভিজ্ঞতা যোগ করুন: আপনি যদি পূর্বে কোন কাজ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা এখানে যোগ করুন। আপনি যদি পূর্বে কোন কাজ না করে থাকেন তাহলে সাইডে বা নিচে স্কিপ নাও বাটনে ক্লিক করে এই ধাপটি স্কিপ করুন। অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা চোখ করে নেক্সট বাটনে ক্লিক করুন।
শিক্ষা যোগ্যতা: আপনি যদি কোন ডিগ্রী অর্জন করে থাকেন তাহলে আপনার সেই শিক্ষা যোগ্যতাটাই যোগ করুন। এন্ড এডুকেশন অপশনটির পাশের প্লাস আইকন এর উপরে ক্লিক করে আপনি আপনার শিক্ষা যোগ্যতা যোগাযোগ করুন। এবং নেক্সট অপশনে ক্লিক করুন। আপনার যদি শিক্ষা যোগ্যতা না থাকে আপনি যদি শিক্ষা যোগ্যতা যোগ করতে না চান তাহলে স্কিপ নাও বাটনে ক্লিক করুন।
ভাষা যোগ করুন: এইখানে এড ল্যাঙ্গুয়েজ অপশন এ ক্লিক করে আপনি কোন ভাষায় কথা বলতে পারেন সে ভাষাটি যুক্ত করবেন এবং কোন কোন ভাষা আপনি জানেন সেই ভাষাগুলো কোন লেভেলের জানেন সেগুলো বিস্তারিত যোগ করে নেক্সট অপশন এ ক্লিক করুন।
প্রোফাইল বায়ো লিখুন: এখানে আপনি আপনার সম্পর্কে আপনার কাজের সম্পর্কে বিস্তারিত লিখবেন। এবং এখানে আপনি আরো রাখতে পারেন কি কি সার্ভিস দিচ্ছেন সেগুলোর বিস্তারিত যাতে করে ক্লাইন্ট এটি পড়ে আকৃষ্ট হয়ে আপনাকে হায়ার করে। থাকা বক্সে আপনার বায়ো লেখা হয়ে গেলে নিচে নেক্সট বাটনে ক্লিক করুন।
আপনার রেট যুক্ত করুন: এই ঘন্টায় কত ডলার নিবেন সেই তথ্যগুলো এখানে যোগ করুন। এখানে আপনার কাজ বা সার্ভিস অনুযায়ী দামটা নির্ধারণ করবেন। আপনি কাজ করার জন্য ঘন্টায় কত ডলার নিবেন সেটি এখানে লিখুন। তবে এখানে সর্বনিম্ন তিন ডলার পর্যন্ত রাখা যাবে।
ব্যক্তিগত তথ্য: প্রথমেই আপনার একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার আপলোড করুন এরপরে আপনার জন্ম তারিখ। এরপর দেশ এবং একটি বৈধ ফোন নাম্বার থেকে শুরু করে সেখানে যে সকল তথ্য যাওয়া হয়েছে সেই সকল তথ্য পুর পূরণ করুন। সমস্ত তথ্য ঠিক থাকলেই রিভিউ ইওর প্রোফাইল অপশন এ ক্লিক করুন।
ক্যাটাগরি নির্বাচন করুন: রিভিউ ইওর প্রফাইল অপশন এ ক্লিক করলে আরেকটি নতুন ধাপ আসবে আপনি এই ধাপে আপনার ক্যাটাগরি নির্বাচন করবেন। কোন ক্যাটাগরিতে কাজ করছেন সেটি নির্বাচন করুন। এরপর পরবর্তী ধাপগুলো নেক্সট নেক্সট করে সম্পূর্ণ করবেন। কোন কিছু বাকি থাকলে ভালোভাবে সেগুলো চেক করে নিয়ে তথ্যগুলো ভালো করে দেবেন।
সাবমিট প্রোফাইল: সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু ঠিক থাকলে নিচে সবার নিচে দেখবেন সাবমিট প্রোফাইল নামে একটি অপশন আপনি সেই সাবমিট প্রোফাইল অপশন এ ক্লিক করবেন।
ব্রাউজ উইদাউট বিল্ডিং: প্রোফাইলটি সাবমিট করার পর আপনাকে সেখান থেকে তারা পে করতে বলবে তাদের আরো অন্যান্য সুবিধা পাওয়ার জন্য। সেখান থেকে আপনি সবার নিচের লক্ষ্য করবেন ব্রাউজ উইথআউট বিল্ডিং অপশন আপনি সেই অপশনের উপরে ক্লিক করুন।
কমপ্লিট ইউর প্রোফাইল: এরপরে পরবর্তী ধাপে আপনাকে আপনার প্রোফাইল কমপ্লিট করার জন্য বলা হবে। আপনি চাইলে সেখান থেকে ক্লোজ অপনে ক্লিক করেও আপনি পরবর্তীতে সেগুলো সিলেক্ট করতে পারেন। অথবা সেখানে কমপ্লিট করার জন্য যে সকল ধাপ দেয়া হয়েছে সেই সকল ধাপ অনুসরণ।
গুরুত্ব তথ্য গুলো ফলো করে খুব সহজেই আপনি প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খুলতে পারবেন। এই ছিলো আপওয়ার্ক একউন্ট খোলার নিয়ম। আপনি যদি সকল ধাপ ভালকরে পড়েন তাহলে আপনি ও একটি প্রফেশনাল আপওয়ার্ক একাউন্ট খুলতে পারবেন।
Upwork এ কি কি কাজ পাওয়া যায়?
আপনি প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম জানতে পেরেছেন এখন আপনি যদি চাইলে প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খুলতে পারবেন। তবে একাউন্ট খোলার আগে অথবা পরে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে Upwork এ কি কি কাজ পাওয়া যায়? অনলাইনে যেই সমস্ত কাজ সম্পূর্ণ করা যায় সেই সকল কাজ আপওয়ার্ক এ পাওয়া যায়। কি কি কাজ পাওয়া সেই কাজ গুলো নিছে দেওয়া হলো।
- ওয়েব ডেভলপমেন্ট।
- মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট।
- গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া।
- ডিজিটাল মার্কেটিং।
- রাইটিং।
- ট্রান্সলেটর।
- ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
- একাউন্টিং ও ফিনান্স।
- কনসাল্টিং ও কোচিং।
উপরোক্ত কাজগুলো ছাড়া আরো বেশ কিছু কাজ রয়েছে এই কাজগুলো আপওয়ার্ক মার্কেটপ্লেসে পাওয়া যায়। আপনি যদি আরও খুঁটিনাটি তথ্য জানতে চান আরো যে কাজগুলি আছে সেই কাজগুলি সম্পর্কে জানতে চান তাহলে আপওয়ার্ক ওয়েবসাইটে প্রবেশ করুন। আপওয়ার্কে কি কি কাজ পাওয়া যায় তার বিস্তারিত আপনি তা আপনি আপওয়ার্ক এর সাইট থেকে সহজে চেক করে নিতে পারেবন।
আপওয়ার্কে কাজ পাওয়ার উপায়
প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম জানলে হয় না আপনাকে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে আপওয়ার্ক কাছে পাওয়ার উপায়। আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য প্রথেমে আমাদের কে আপওয়ার্ক প্রফােইল ১০০% কমপ্লিট করতে হয়।
প্রোফাইল কমপ্লিট করার পর আমাদেরকে আমরা যেভাবে প্রোফাইলটি সাজিয়েছি সে মোতাবেক নতুনরা কোন কাজটি পেতে পারে সে ধরনের কাজ খুঁজে বের করে সেই কাজগুলোতে বিট করতে হয়। মানে আপওয়ার্কে আগে থেকে কাজ পোস্ট করা থাকে সেই কাজ গুলো খুঁজে বের করে টি করতে হয়।
তবে বিট করলেই কাজ পাওয়া যায় না। কাজ পাওয়া জন্য প্রফেশশনাল এবং আর্কশনিয় ভাবে মেসেজ লিখে বিট করতে হয়। তাহলে সহজে কাছে পাওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য অবশ্যই আপনাকে আকর্ষণীয় প্রপোজাল লিখতে হবে।
আরো পড়ুন: ফ্রিতে টাকা ইনকাম করার অ্যাপ
প্রথম অবস্থায় আপনাকে কাজ পেতে সাধারণত ছোট ছোট কাজগুলোতে বিট করবেন যেগুলোর বাজেট কম। ধৈর্য ধরে প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশটি কাজে বিট করুন। প্রথম অবস্থা ছোট ছোট কাজ শুরু করুন এবং তাদের কাছ থেকে রিভিউ নিন। আপনার স্কিলস ডেভেলপ করুন এবং সার্টিফিকেট এ যুক্ত করুন।
ক্লায়েন্ট এর সঙ্গে যোগাযোগ ভালো রাখুন। যখন কোন ক্লায়েন্ট মেসেজ করে তখন তার উত্তর দ্রুত দিন। প্রতিটা বিট করার সময় প্রথমে আপনি ক্লায়েন্টের সমস্যা করুন ক্লায়েন্টসটি লিখেছে কি লিখে পোস্ট করেছে সে সমস্যাটি খুঁজে বের করুন আপনি কিভাবে সমাধান করবেন সেটা এক্সপ্লেইন করুন এবং প্রপোজাল পাঠান।
লেখকের মন্তব্য - আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
আপনার যদি কোন দক্ষতা অথবা কোন দক্ষতার সার্টিফিকেট থাকে তাহলে খুব সহজে আপনি একটি প্রফেশনাল একাউন্ট তৈরি করতে পারেন। আমরা উপরে দেখেছি প্রফেশনাল ভাবে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম। Upwork এ কি কি কাজ পাওয়া যায়? আপওয়ার্কে কাজে পাওয়ার সহজ উপায় হলো।
তবে এ বিষয়ে যদি আপনার আরো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে মন্তব্য করুন অপশনে মন্তব্য করবেন। আমরা এরকম টাকা ইনকাম বিষয়ে বা ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক তথ্যই আমাদের সাইডে আপলোড করি সেগুলো আপনার খুবই কাজে আসবে। এ কারণে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ফলো করে সঙ্গে থাকুন।
ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url